দূরবীণ নিউজ ডেস্ক :
ইউক্রেনের একটি যাত্রবিাহি বিমান ইরানের তেহরানে ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে পারান্দ এলাকায় বিধ্বস্ত হয়ে ১৭৬ জন আরোহীর মৃত্যূ হয়েছে।
ওই বিমানে ১৬৭ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিল।সবাই মারা যায়। সেখানে এখনও উদ্ধার তৎপরতা চলছে।
বুধবার ( ৮ জানুয়ারি) ইমাম খোমেনী বিমানবন্দর সিটির মুখপাত্র আলী কাশানি বলেছেন, উড্ডয়নের পর বিমানটিতে আগুন ধরে যাওয়ায় তা বিধ্বস্ত হয়েছে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
যান্ত্রিক ত্রুটির কারণে ইউআইএ এয়ারলাইন্সের পিএস ৭৫২ বিমানটি এক ঘণ্টা দেরিতে তেহরানে ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পর তেহরানের পারান্দ শহরের কাছে বিধ্বস্ত হয়।
বিমানটি তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিল। পার্সটুডে। #