দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদের অতর্কিত হামলার শিকার হয়েছেন বংশালের ঐতিহ্যবাহী মিল্লাত উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস আই ফারিয়াদ।
গত মঙ্গলবার (২৪ মে) রাজধানীর বংশালে মিল্লাত উচ্চ বিদ্যালয়ের এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী’র হস্তক্ষেপ কামনা করেছেন এলকাবাসী।
এস আই ফারিয়াদের উপর প্রানঘাতী অতর্কিত বর্বরোচিত হামলার প্রতিবাদ ও সঠিক তদন্ত এবং দোষীদের দৃষ্ঠান্ত মূলক বিচারের দাবীতে রাজপথে নেমেছে এলাকাসী।
ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ ৩৫নং ওর্য়াডের হাজী আবদুল্লাহ সরকার লেন ইউনটের সাধারণ সম্পাদক রাব্বি রহমান রনোর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
সোমবার (৩০শে মে) বেলা ১১ টায় পুরান ঢাকার বংশালস্থ ফেন্স রোড (নয়া বাজার) মিল্লাত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩৫নং ওয়ার্ডের সর্বস্তরের এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ব্যবস্থাপনা কমিটি, অবিভাবক, ছাত্র-ছাত্রীরা ‘‘মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ’’ করেছেন।
সমাবেশ থেকে এই ঘটনার জড়িত ঢাকা দক্ষিণ সিটির ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ এবং তার সহযোগীদেরকে আইনের আওতায় এনে সঠিক তদন্ত ও সুষ্ঠ বিচারের দাবী উঠেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সমাবেশে এস আই ফারিয়াদের পবিরারের পক্ষে তার মামা মনোয়ার হোসেন জয়ফুল বলেন: এস আই ফারিয়াদ বিদ্যালয়ের কমিটির সভাপতি হিসেবে সুনামের সাথে স্কুলটি পরিচালনা করে আসছেন।
কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ তার আধিপত্য বিস্তার এবং নিজের লোকজনকে স্কুলের পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে তার উপর কাউন্সিলর আবু সাঈদ নিজে ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এস আই ফারিয়াদ এর পরিবারের সদস্য পাপু হোসেন বলেন: এ ঘটনার পর থেকে আমরা আমাদের পরিবরার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ এর পূর্বেও দেশের বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তারের কে কেন্দ্র করে হামলা ও হত্যার ঘটনা ঘটেছে।
আমরা ফারিয়াদের উপর হামলার বিষয়ে সঠিক তদন্ত ও দোষীদের সুষ্ঠ বিচারের দাবীটি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ও দলের শীর্ষ নীতিনির্ধারক দের হস্তক্ষেপ কামনা করেছেন। বর্তমানে ডাক্তারের পরামর্শে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ।