দূরবীণ নিউজ প্রতিবেদক:
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরিচ্যুত প্রজেকশনিস্ট মো: আক্তারুজ্জামান ও তার স্ত্রী রোকসানা আক্তারের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকা সমন্বিত দুদকের জেলা কার্যালয় ঢাকা-১ এ উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার মামলা দুটি মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ২৭(১) ধারায় মামলা দায়ের হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী দম্পতির বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি দুই জনই দুর্নতিবাজ। একজন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রজেকশনিস্ট মো. আক্তারুজ্জামান এবং অপরজন পরিবার পরিকল্পনা অধিদপ্তর আজিমপুর শাখার হিসাবরক্ষক ও তার স্ত্রী রোকসানা আক্তার।
আসামি আক্তারুজ্জামানের বিরুদ্ধে ৩৬ লাখ ২২ হাজার ৫২৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে ৮৭ লাখ ৪২ হাজার টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে।
অপরদিকে, তার স্ত্রী রোকসানা আক্তার সম্পদ বিবরণীতে ৮৪ লাখ ৭৪ হাজার ২০৫ টাকার স্থাবর সম্পত্তি অর্জনের তথ্য গোপন করেন। একইভাবে দুদকের অনুসন্ধানে ৫৯ লাখ ৭৬ হাজার ৬০ টাকার সম্পদের উৎস আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ছিল।
এর আগে গত বছরের ২১ আগস্ট আক্তারুজ্জামান ও তার স্ত্রী রেকাসান আক্তারে কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুর্নীতি দম কমিশন। সেই নোটিশের প্রেক্ষিতে ওই বছরই ৩ নভেম্বর সম্পদের বিবরণ দাখিল করেন আক্তাররুজ্জামান ও স্ত্রী। /