দূরবীণ নিউজ প্রতিবেদক :
র্যার-৩ এর অভিযানে আশুলীয়া থানাধীন এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। রোববার (১৪ জুন ) গণমাধ্যমকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় র্যার কর্মকর্তারা।
তারা জানান, র্যাবের ব্যাপক মাদক বিরোধী অভিযানের কারণে মাদকের সাথে সংশ্লিষ্ট গডফাদার, পৃষ্টপোষক, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা অনেকাংশেই কোনঠাসা হয়ে পড়েছে। তদুপরি কতিপয় কুখ্যাত মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিয়ত অভিযানে দিশেহারা হয়ে নানাবিধ কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসা রোধকল্পে র্যাব নিরলস ভাবে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে।
সাম্প্রতিক মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকা মহানগরীর আশুলিয়া থানাধীন কুটুরিয়া এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল শনিবার (১৩জুন) দিবাগত রাত সাড়ে ১০ টায় ঢাকা মহানগরীর আশুলিয়া থানাধীন কুটুরিয়া সাকিনস্থ জৈনক আলী আকবরের বাড়ীর ৫ম তলা বিশিষ্ট আখি ভিলা নামক বিল্ডিং এর নীচ তলায় অভিযান পরিচালনা করে ।
অভিযানকালে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামি ১। মোঃ মিজানুর রহমান @ মিজান (৩২), চট্টগ্রাম, ২। মোঃ রফিকুল ইসলাম @ রফিক (৩০), ঢাকা এবং ৩। মোঃ রইচ উদ্দিন (২৮), কুষ্টিয়াদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকাসহ সারাদেশে ক্রয় বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। # কাশেম