দূরবীণ নিউজ প্রতিবেদক :
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা শাহ আহমদ শফী বাংলাদেশে ইসলামী শিক্ষার প্রসারে অবিস্মরণীয় অবদান রেখেছেন। একই সঙ্গে আল্লামা শাহ আহমদ শফী কওমী মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে আমৃত্যু সরব ভূমিকা পালন করেছেন।
মেয়র শোকবার্তায় বলেন, তাঁর প্রয়াণ ইসলাম শিক্ষার প্রসারে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। মহান আল্লাহ পাক যেন এই আলেমে দ্বীনকে সর্বোত্তম প্রতিদান দেন, সেই প্রার্থনা করেন তিনি
শোক বার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুম আল্লামা শাহ আহমদ শফীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। # প্রেস বিজ্ঞপ্তি