সর্বশেষঃ
ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ডিএনসিসিতে শ্রমিক কর্মচারী ইউনিয়নের দোয়া অনুষ্ঠান ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন, আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন আনতেই জান বের হয় এবার শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের উপর সাইবার অ্যাটাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাইবার অ্যাটাক নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই : ডিসি মোল্লা আজাদ ‌’ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নুরের শর্ট টাইম মেমরি লস ‘ আ’ লীগের ক্লিন ইমেজরা জাপা থেকে প্রার্থী হতে পারবে :মোস্তফা রাজবাড়ীতে লাশ পোড়ানো নিন্দনীয় কাজ :হেফাজতে ইসলাম উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ট্রিপ বাড়ানো হচ্ছে শেখ হাসিনাসহ মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না : প্রেস সচিব
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

আফাগানিস্তানে তালেবান শাসনামলে ক্রিকেট ম্যাচ জমছে

ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক : 
আফগানিস্তানের সেরা ক্রিকেটারদের নিয়ে একটি ট্রায়াল ম্যাচ আয়োজন করল তালেবান সরকার। শুক্রবার কাবুল স্টেডিয়ামে আয়োজিত এ ম্যাচ দেখতে কোনো নারী দর্শক না এলেও ম্যাচটি উপভোগ করেছেন ৪০০০ দর্শক।

স্টেডিয়ামে উড়ানো হলো আফগান ও তালেবান পতাকা। গত ১৫ আগস্ট তালেবান বাহিনী আফগানিস্তানের পুনরায় নিয়ন্ত্রণ নেয়ার পর এটাই সে দেশে প্রথম কোনো ক্রিকেট ম্যাচ।

দুটি দল ‘পিস ডিফেন্ডার’ (শান্তিরক্ষী) ও ‘পিস হিরোজ’ (শান্তির নায়ক) নামে মুখোমুখি হয়। আফগানিস্তান জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় এ ম্যাচে খেলেছেন। ক্রিকইনফো লিখেছে, গুলবদীন নাইব, হাসমতউল্লাহ শহিদি ও রহমত শাহ খেলেছেন।

কাবুল স্টেডিয়ামে তালেবান কমান্ডার হামজা একটি সংবাদ সংস্থাকে বলেন, ‘এখানে ক্রিকেট ম্যাচ দেখাটা দারুণ ব্যাপার।’ কাবুল স্টেডিয়ামে দর্শকদের শান্ত রাখা এবং ম্যাচের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যোদ্ধা দলের নেতৃত্বে ছিলেন হামজা।

নিরাপত্তারক্ষীর দায়িত্বে নিয়োজিত যোদ্ধাদের অনেকেই নিজের কাজ ভুলে দর্শকদের চেয়ে বেশি মনোযোগ দিয়ে ম্যাচটা দেখেছেন।
হামজাও নিজেকে দাবি করলেন ক্রিকেটার হিসেবে। বললেন, ‘আমি নিজেও খেলোয়াড়। একজন অলরাউন্ডার।’

তবে দেখার মতো দৃশ্য ছিল অন্যকিছু- মাঠে আফগানিস্তানের পতাকা ও তালেবান বাহিনীর পতাকা পাশাপাশি। আয়োজনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতীয় ঐক্যের স্বার্থেই এই ম্যাচ আয়োজন করা হয়েছে। দেশটিতে খেলাধুলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য তালেবানের অধীনে আসার পর থেকে খেলা নিয়ে চিন্তায় ছিলেন।

তালেবান বাহিনী প্রথম মেয়াদে আফগানিস্তানের ক্ষমতায় থাকার সময়ে দেশটিতে অনেক খেলাই নিষিদ্ধ ছিল। তবে এ বারের ছবিটা আলাদা ছিল। এ দিন উপস্থিত প্রায় ৪ হাজার দর্শক এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে উৎসাহের কমতিও ছিল না। ম্যাচটি ছিল টি-টোয়েন্টি।

শুক্রবারের ম্যাচে দর্শকরা আফগানিস্তানের চিরায়ত পতাকা এবং তালেবান পতাকা- দুটোকেই সাদরে গ্রহণ করে নেন। ক্রিকেটপ্রেমীরা বিনে পয়সায় মাঠে ঢুকে খেলা দেখেছেন। তবে মাঠে ঢোকার পথে সবার তল্লাশি নিয়েছেন তালেবান নিরাপত্তারক্ষীরা।

ম্যাচে পিস ডিফেন্ডাররা ৬২ রানে জেতার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি জানান, ইতিবাচক দিক বোঝাতেই দুটো পতাকা পাশাপাশি রাখা হয়। ‘এটা ঐক্যের প্রতীক’, বলেন শিনওয়ারি।
# সূত্র : হিন্দুস্থান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12