দূরবীণ নিউজ প্রতিবেদক:
চ্যানেল-৯এর সাবেক প্রতিবেদক মো.আফজালুর রহমানের (৩১) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার এক শোক বার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, বাংলাদেশের সেবা খাতকে জনবান্ধব ও গণমুখী করার বিষয়বস্তুই ছিল তাঁর সাংবাদিকতা জীবনের অন্যতম উপজীব্য। আফজালুর রহমানের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিষয়াদি গণমাধ্যমের আয়নায় উপস্থাপন করেছেন, ঢাকা মহানগরীর অন্যান্য সেবা সংস্থাগুলোর নানাবিধ ইস্যুও গণমাধ্যমে প্রতিফলন ঘটিয়েছেন।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, প্রয়াত মোহাম্মদ আফজাল শুধু একজন দায়িত্বজ্ঞানসম্পন্ন সাংবাদিকই ছিলেন না তিনি একজন কর্তব্য পরায়ণ মানুষ হিসেবেও সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
করোনা মহামারীতে তাঁর সেই মানবিক স্বত্ত্বা বহু শাখা-প্রশাখায় বিস্তৃত হয়েছে এবং সেই করোনাভাইরাসের কাছে মাত্র ৩১ বছর বয়সে জীবনাবসান ঘটলেও তাঁর স্বল্পায়ুর জীবনের মানবিক গুণাবলী মানুষকে আবেশিত করবে বলেই আমার বিশ্বাস।
শোক বার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।/প্রেস বিজ্ঞপ্তি