দূরবীণ নিউজ প্রতিবেদক:
আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম এবং আজাদ আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী বাদী হয়ে দুই আসামীর বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগ।
দুদক সূত্র মতে,এর আগে গত ১৯ অক্টোবর ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপন জুয়েলার্সের দুই মালিক দিলদার আহমেদ সেলিম ও আজাদ আহমেদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক।
দুদক ২০১৮ সালের ৬ জুন দিলদারের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তদন্তের পর সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করা হয়। ওই বছর ২ জুলাই তিনি সম্পদ বিবরণী জমা দেন। দিলদার আহমেদ সেলিম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬৪ লাখ ৬৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত বহিভূত ৫৯ কোটি ৭৫ লাখ টাকা অর্জনের অভিযোগের প্রমাণ পায় দুদক।
অপরদিকে, ২০১৮ সালের ৫ জুন আজাদ আহমেদকে সম্পদের বিবরণী চেয়ে জারি করে দুদক। পরের মাসের ৭ জুন সম্পদ বিবরণী জমা দেন তিনি। আজাদ আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভূত ১৬ কোটি ১৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগের প্রমাণ পায় দুদক। উভয়ের সম্পদের বিবরণী পর্যালোচনা ও অনুসন্ধান করে দুদক মামলার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের মে ও জুন মাসের বিভিন্ন সময়ে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে অবৈধ ১৫ মণ স্বর্ণ ও হীরার অলঙ্কার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই স্বর্ণ কেলেঙ্কারির পর প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনজনিত দুর্নীতির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে শুল্ক গোয়েন্দা থেকে চিঠি পাঠানোর পর দুদকে কার্যক্রম শুরু হয়। # একে