দূরবীণ নিউজ ডেস্ক :
আগামী ২৯ মে পর্যন্ত বাংলাদেশে কওমী মাদরাসাসহ সব বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি বাড়ানো হয়েছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে চলমান এই ছুটি বাড়ানো হলো বলে আজ রোববার (১৬ মে) শিক্ষা মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে জানানো হয়, বাংলাদেশসহ সারা বিশ্বে অতি সম্প্রতি চলমান করোনা সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাস্থ্যবিধি মেনে চলবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। #