দূরবীণ নিউজ প্রতিনিধি :
অবৈধভাবে চাল মজুতের অভিযোগে প্রশাসনের দায়ের করা মামলায় স্কয়ার গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর ৬ সপ্তাহের আগাম জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৩১ মে থেকে ১ জুন দিবাগত রাতে প্রশাসন দিনাজপুর সদরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের গুদামে অভিযান চালিয়ে ৫ হাজার ১২৪ টন আতপ চাল জব্দের ঘটনায় একটি মামলা দায়ের করে।
ওই মামলায় গত ৬ জুন স্কয়ার গ্রæপের অঞ্জন চৌধুরীকে ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের সমন্বয়ে গঠিত দ্বৈত বে । একই সঙ্গে ৬ সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। পরে অঞ্জন চৌধুরীর জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
বুধবার (৮ জুন) আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
আদালতে অঞ্জন চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির, অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, ব্যারিস্টার বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।
উল্লেখ্য,গত ৩১ মে বিকেল থেকে ১ জুন রাত পর্যন্ত দিনাজপুর সদরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের গুদামে অভিযান চালিয়ে ৫ হাজার ১২৪ টন আতপ চাল জব্দ করে প্রশাসন। একই সঙ্গে এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। এবং মিলের ইনচার্জকে গ্রেফতার দেখানো হয়েছে ।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা আল মঈদ বলেন, উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজারে কোম্পানিটির ছয়টি গুদামে গত ৩১ মে বিকেল থেকে রাত আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় মিলের ছয়টি গুদামে ৫ হাজার ১২৪ টন আতপ চাল পাওয়া যায়। তবে মিলের অনুমোদন রয়েছে মাত্র ৩১২ টন। সে হিসেবে মিলে বেশি মজুত ছিল ৪ হাজার টনের বেশি চাল। #