দূরবীণ নিউজ প্রতিবেদক :
অবশেষে হাইকোর্ট বিভাগে মোট ৫৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এখন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই ৫৩টি বেঞ্চে একযোগে বিচারকাজ চলবে।
বৃহস্পতিবার (১৭ জুন) প্রধান বিচারপতির সই করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী রোববার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে ভার্চুয়ালি সব বেঞ্চে বিচারকাজ চলবে।
এর আগে, ভার্চুয়াল পদ্ধতিতে দেশের সুপ্রিমকোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চ এবং আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচার কাজ চলে আসছিল। এছাড়া ২৩টি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলছিল। #