সর্বশেষঃ
ঋণগ্রহীতার প্রতিষ্ঠানের সামনে পরিকল্পিতভাবে মানববন্ধন; টার্গেট সামাজিকভাবে হেনস্তা করা  শহীদ আবু সাঈদের পরিবারের পক্ষে অপরাধ ট্রাইব্যুনালে ২৫ জনের নামে অভিযোগ  রাজউকের প্লট দুর্নীতির ৩ মামলায় দুদকের আসামি হাসিনা.রেহানা, টিউলিপ. ববি ও  আজমিনা সিদ্দিক  সাগর পথে পাচারকালে রোহিঙ্গাসহ  ৬৬ জন উদ্ধার কক্সবাজারে ‘সচিবালয়ে আগুন, মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা হবে’ দেশের স্বাধীনতা বিক্রয়কারীরা দেশে ছেড়ে পালিয়েছে : ডা. শফিকুর রহমান জামায়াত আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় : সেলিম উদ্দিন ২০২৪ সালের বিজয় দিবস মহা আনন্দের : ড. মুহাম্মদ ইউনূস ছাত্র জনতার অন্দোলনে র বিজয়ই স্বাধীনতার পূর্ণতা হয়েছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

হাইকোর্টের রায় ,যশোরে সুপার ব্রিকসকে অবৈধ ঘোষণা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
যশোর জেলাধীন কেশবপুর উপজেলার অন্তর্গত সাতবাড়িয়া মৌজায় নির্মিত “মেসার্স সুপার ব্রিকস” নামক ইটভাটাকে অবৈধ ঘোষণা করে রায় প্রদান করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে জনস্বার্থমূলক মামলার (মামলা নং ৪৭৯৩/২০১৮) শুনানী শেষে বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ ভার্চুয়াল কোর্টে এ রায় ঘোষণা করেন।

উচ্চ আদালত সেইসাথে রায়ে ইটভাটাটির স্থাপনাকে বর্তমানে প্রচলিত আইনের কর্তৃত্ব ব্যতীত তৈরি করা হয়েছে উল্লেখ করে আদালত বিবাদীগণকে রায়ের নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়েছেন।

বেলা‘র পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট আলী মুস্তাফা খান। তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরো জানান,
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) যশোর জেলাধীন কেশবপুর উপজেলার উত্তর সাতবাড়িয়া গ্রামের সাতবাড়িয়া মৌজাস্থ ১৫০৪ নং খতিয়ানের ৪১৫৭ নং দাগে পরিচালিত ”মেসার্স সুপার ব্রিকস” নামক ইট ভাটার অবৈধ কার্যক্রম বন্ধে একটি জনস্বার্থমূলক মামলা (নং ৪৭৯৩/২০১৮) দায়ের করে।

এ্যাডভোকেট আলী মুস্তাফা খান জানান, ২০১৮ সালের ৯ এপ্রিল দায়ের হওয়া ওই মামলার প্রাথমিক শুনানী শেষে ওই দিন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মোঃ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ কৃষি জমিতে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ব্যতীত আইন বহির্ভূতভাবে নির্মিত “মেসার্স সুপার ব্রিকস” এর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে বিবাদীগণের উপর রুল জারী করেন।

তিনি জানান, এছাড়াও ১২নং (সত্ত্বাধিকারী, মেমার্স সুপার ব্রিকস) বিবাদী কর্তৃক নির্মিত মেসার্স সুপার ব্রিকস এর সকল কার্যক্রম হতে বিরত থাকার আদেশ প্রদান করেন এবং আদালতের আদেশ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা সে মর্মে একটি প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিলের জন্য জেলা প্রশাসক (যশোর জেলা), পুলিশ সুপার (যশোর) ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে নির্দেশ প্রদান করেছিলেন আদালত।

মামলার বিবাদীগণ ছিলেন- সচিব, ভূমি মন্ত্রণালয়; সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়; মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর; বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ; জেলা প্রশাসক, যশোর জেলা; পুলিশ সুপার, যশোর; উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেশবপুর, যশোর; পরিচালক, পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়; চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কেশবপুর, যশোর; সহকারী কমিশনার (ভূমি), কেশবপুর, যশোর; উপজেলা কৃষি কর্মকর্তা, কেশবপুর, যশোর; ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেশবপুর থানা, যশোর; সত্ত¡াধিকারী (জনাব মোঃ ফারুকুল ইসলাম), মেসার্স সুপার ব্রিকস, সাং-সাতবাড়িয়া, উপজেলা- কেশবপুর, যশোর। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ৩:৫৬ অপরাহ্ণ
  • ৫:৩৬ অপরাহ্ণ
  • ৬:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12