বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

স্যালাইনের অর্থ আত্মসাৎ, মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে দুদকের অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক:
স্যালাইন বিতরণ প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগের রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মোহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে গতকাল সোমবার এই তথ্য জানান। তিনি আরো জানান, দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যায় ১-এর সহকারী পরিচালক মো. আমির হোসেনের নেতৃত্বে এইঅভিযান পরিচালিত হয়। দুদক টিমের সদস্যরা অভিযানকালে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের হিসাব রক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে ২০১৯-২০ অর্থ বছরে স্যালাইন বিতরণ প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের সত্যতা পেয়েছেন।

দুদক টিমের সদস্যরা জনস্বাস্থ্য ইনস্টিটিউট পরিদর্শন কালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেন। কর্মকর্তারা দুদক টিমকে জানান, অভিযুক্ত জনস্বাস্থ্য ইনস্টিটিউটের হিসাব রক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে ইতোমধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও তাকে শাস্তিমূলক বদলী করা হেেয়ছে এবং তার দুটি বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে।

অভিযানকালে দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে। আরও কিছু নথিপত্র সরবরাহ জন্য অনুরোধ করেছে। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাইপূর্বক সুনির্দিষ্ট সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12