এহসান রানা, ফরিদপুর
পুলিশিং কর্মকান্ডে গতি ফেরাতে ফরিদপুরে শোভাযাত্রা করেছে জেলা পুলিশ। এ সময় তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র-জনতা সংহতি প্রকাশ করে শোভাযাত্রায় অংশ নেন।
সোমবার (১২ আগষ্ট) সাড়ে তিন টায় ফরিদপুর পুলিশ লাইনস থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক ধরে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রা ফরিদপুর প্রেসক্লাবের সামনে পৌঁছালে সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে রেলিতে অংশগ্রহণকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শোভাযাত্রায় ফরিদপুরের পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. আফজাল হোসেন খান পলাশ, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন উপস্থিত ছিলেন।
কোটা আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর পুলিশের বিভিন্ন স্থাপনা ও পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় কর্ম বিরতিতে যাওয়ার পুলিশ সদস্যরা। পুলিশ প্রধানের নির্দেশে ফরিদপুর জেলা পুলিশের সদস্যরা কর্মে যোগদানের পর সোমবার তাদের মনোবল বৃদ্ধিতে শোভাযাত্রার আয়োজন করে।
দূরবীণ / একে
ছবি সংগৃহিত