সর্বশেষঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে ফেলে দিল স্থানীয়রা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) কার্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের তালা-ভাঙচুর গাজার সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করল হামাস সংবাদ সম্মেলনে চরিত্র হনন করার অভিযোগ করেন : সাদিক কায়েম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ১০ সাভারের বৈলাপুর- কেরানীগঞ্জসহ কয়েক হাজার পরিবার ভিটে বাড়িহীন হবার আতঙ্কে নুরকে দেখতে হাসপাতালে গেলেন ড. মঈন খান নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এটা চক্রান্তের অংশ :অ্যাটর্নি জেনারেল নুরের চিকিৎসার খোঁজ নিয়েছে প্রধান উপদেষ্টা
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

র‌্যাকের মানববন্ধনে দুদক সচিব : দুর্নীতিবাজদের সাজা নিশ্চিত করতে আইন সংশোধনের প্রয়োজন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব দিলোয়ার বখ্ত বলেছেন, দুর্নীতিবাজদের সাজা নিশ্চিত করতে আইনের সংশোধনের প্রয়োজন রয়েছে। ফলে আইনের বিভিন্ন ধারা উপধারা সংশোধনের উদ্যোগ নেবে দুদক।

বুধবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা জানান।

দুর্নীতি প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে দুদক সচিব বলেন, দুর্নীতিবাজদের সাজা নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংশোধনের উদ্যোগ নেবে দুদক। তিনি বলেন, পৃথিবীর সব দেশ আজ একসঙ্গে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে।

দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সময়ে রিপোর্ট প্রকাশিত হয়। যার ওপর ভিত্তি করে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে।

 

দিলোয়ার বখ্ত বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দুর্নীতিবাজদের ধরতে দুদককে আরও আধুনিকায়ন করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে। ‘শুদ্ধাচারেই পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে গতকাল বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

এবার ১৮তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হচ্ছে। জাতিসংঘ ২০০৩ সালে ৯ই ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।

 

বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে।

 

মানববন্ধনে র‌্যাক সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ, সাবেক সাধারণ সম্পাদ আদিত্য আরাফাতসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান খানসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সাবেক ও বর্তমান নেতারাও বক্তব্য রাখেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12