রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

তেলের ট্যাংকার বোমা বিস্ফোরণে সিরিয়ায় নিহত ৪০,আহত ৪৭ জন

দূরবীণ নিউজ ডেস্ক :
সিরিয়ার উত্তরাঞ্চলে জ্বালানি তেলের ট্যাংকার বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন সাধারণ নাগরিক নিহত এবং আহত হয়েছে আরো ৪৭ জন। তুর্কি সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় এই বিস্ফোরণ হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

টুইটারে মন্ত্রণালয়টি জানিয়েছে, আফরিনের জনবহুল রাস্তায় মঙ্গলবারের এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৭ জন।

তাৎক্ষণিক এ ঘটনার কেউ দায় স্বীকার না করলেও কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) এ ঘটনার জন্য দায়ী করছে তুরস্ক।

আঙ্কারা অভিযোগ করেছে, ওয়াইপিজি সন্ত্রাসী কুর্দিশ ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) সহযোগিতা করছে। পিকেকে ১৯৪৮ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। পিকেকে-কে আঙ্কারাসহ অনেক পশ্চিমা দেশ সন্ত্রাসী গ্রুপ হিসেবে চিহ্নিত করেছে।

সিরিয়ান সামাজিক কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় অনেক মানুষ পুড়ে মারা গেছেন। অনেকে তাদের গাড়ির মধ্যেই পুড়েছেন।
বিস্ফোরণে অনেকগুলো গাড়ি ও দোকানে আগুন ধরে যায়। এ ঘটনার মৃত্যুর সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। তুরস্ক ও মিত্র সিরিয়ান বিদ্রোহী যোদ্ধারা ২০১৮ সালে এক সামরিক অভিযান চালিয়ে অঞ্চলটি দখলে নিয়ে নেয়।

তুরস্ক সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের সমর্থন করলেও মিত্র রাশিয়ার সাথে অঞ্চলটিতে যুদ্ধবিরতি দেখভাল ও নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। # খবর আলজাজিরা’র


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12