সর্বশেষঃ
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ দুদকের অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রাতারাতি স্থাপনা নির্মাণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক মোঃ রেজাউল করিমের নেতৃত্বে আজ নরসিংদীতে একটি অভিযান পরিচালিত হয়।

রোববার (১৯ জানুয়ারি) দুদকের জনসংযোগ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছেন। তারা আরো জানান, অভিযানকালে দুদক টিম অবিলম্বে অবৈধভাবে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করার নির্দেশনা প্রদান করেন।

একই সাথে পরবর্তীতে মহাসড়কের পাশে নতুন কোন অবৈধভাবে বিল্ডিং বা স্থাপনা নির্মিত না হয়। সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অধিকতর সতর্ক থাকার নির্দেশনা প্রদান করে দুদক টিম।

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তারা বিদ্যুতের লাইন ও মিটার সংযোগ দেয়ার নামে গ্রাহকদের নিকট থেকে ঘুষ দাবি ও হয়রানী করা হচ্ছে দুদক অভিযোগ কেন্দ্র-১০৬ এ আগত অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সিলেট এর সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ভিন্ন আরেকটি অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ঘুষ গ্রহণের বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রমাণিত না হলেও স্থানীয় জনসাধারনের সাথে কথা বলে জানা যায় উক্ত বিদ্যুৎ অফিসে গ্রাহকদের সেবা প্রদানের পরিবর্তে হয়রানী করা হয়। অভিযোগকারীর আবেদনকৃত বিদ্যুতের লাইন ও মিটার স্থাপনের কাজটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করে দেয়ার অঙ্গীকার করেন।

দুদক টিম সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

কুষ্টিয়া জেলার মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান মিটার স্থাপন বাবদ থেকে ৩০০০-৪০০০ টাকা অতিরিক্ত ঘুষ দাবী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের অন্তর্গত বহলা কমিউনিটি ক্লিনিক এর স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে সরকারি ওষুধ স্থানীয় বাজারে বিক্রির অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া ও দিনাজপুর থেকে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।

এছাড়া, দুদক অভিযোগ কেন্দ্রে আগত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক প্রতিবেদন আকারে কমিশনকে অবহিত নিমিত্ত জেলা প্রশাসক-বান্দরবান, জেলা শিক্ষা অফিসার-ঢাকা, জেনারেল ম্যানেজার-পল্লী বিদ্যুতায়ন বোর্ড-নীলফামারী, উপজেলা নির্বাহী অফিসার, আটঘরিয়া-পাবনা, বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ এবং শিবপুর-নরসিংদী বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ৩:৪৮ অপরাহ্ণ
  • ৫:২৮ অপরাহ্ণ
  • ৬:৪২ অপরাহ্ণ
  • ৬:০০ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12