বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

জাকাতের টাকা আত্মসাতসহ দুর্নীতির অভিযোগে সারাদেশে দুদকের অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক:
জাকাতের টাকা আত্মসাতসহ নানা দুর্নীতির অভিযোগের ১১টি বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সারাদেশে পদক্ষেপ গ্রহণের জন্য অভিযান চালিয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের পক্ষ থেকে ৩টি অভিযান পরিচালিত হয়েছে এবং৮ দপ্তরে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠিয়ে দুদক।

গণমাধ্যমকে এ তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান, আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন, নীলফামারীর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভুয়া রসিদের মাধ্যমে জনসাধারণের নিকট থেকে জাকাতের অর্থ আদায় এবং আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।

দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম জাকাত আদায় ও প্রদান সংক্রান্ত নথি খতিয়ে দেখে। নথিপত্র যাচাইয়ে দেখা যায় যে, পবিত্র রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশন জনসাধারণের নিকট থেকে রশিদ প্রদান পূর্বক যাকাতের অর্থ সংগ্রহ করেছে।

কিন্তু ইসলামিক ফাউন্ডেশন, নীলফামারীর কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ভুয়া রশিদ বই ছাপিয়ে জনসাধারণের নিকট রেথকে আদায়কৃত জাকাতের অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে তা আত্মসাৎ করেছে।

এ অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক টিম।এছাড়া জাকাতের অর্থ বণ্টনের ক্ষেত্রে প্রকৃত গরিব জনসাধারণকে প্রদান না করে স্বজনপ্রীতির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আত্মীয় স্বজনকে তা প্রদান করার প্রাথমিক প্রমান পাওয়া যায়। সার্বিক বিবেচনায় ভুয়া রসিদ সৃজন পূর্বক জাকাতের অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনের নিকট প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।

এছাড়া, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের হিসাব সহকারীর বিরুদ্ধে ভুয়াা অভিজ্ঞতা সনদ সৃজন পূর্বক চাকরি গ্রহণ এবং শ্রীবাড়ি চা বাগান চুনারুঘাট, হবিগঞ্জে চা বাগান সভাপতির বিরুদ্ধে চা শ্রমিকদের জন্য বরাদ্দকৃত সরকারি অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে যথাক্রমে জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ ও হবিগঞ্জ হতে ২টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে।# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12