সর্বশেষঃ
ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ সিটিতে নানা কর্মসূচি সাঈদ খোকনের বিরুদ্ধে মিথ্যে মামলার বাদীকে শ্রম আদালতের শোকজ অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে লাজ ফার্মাকে বিএসটিআই’র জরিমানা তেলেগু-হরিজনদের ৭৫ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ ঢাকা দক্ষিণ সিটিতে মসলার বাজার নিয়ে ব‍্যবসায়ীদের সাথে ভোক্তা অধিদপ্তরের মিটিং ২২৭ কোটি ক্ষতিপূরণের মামলার বিরুদ্ধে রবি’র আবেদন খারিজ হাইকোর্টে গণপূর্তের অনিয়ম-দুর্নীতির অনুসন্ধানে দুদক সেবা খাতের দুর্নীতিবাজদের’ ধরতে দুদকের স্ট্রাইকিং ফোর্স পর্যায়ক্রমে ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণ করা হবেঃ মেয়র শেখ তাপস পুলিশ পরিদর্শক আজাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা দুদকের
বুধবার, ৩১ মে ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন

বৃদ্ধাকে নির্যাতন করে মালামাল চুরি, ৮ দিনের রিমান্ডে স্বামীসহ গৃহকর্মী

ফাইল ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ প্রতিবেদক:

রাজধানীর মালিবাগে ফাঁকা বাসায় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে নির্যাতন করে নগদ টাকা-স্বর্ণের গয়নাসহ প্রায় ২১ লাখ টাকার মালামাল চুরির মামলায় ওই বাসার গৃহকর্মী রেখা আক্তার এবং তার স্বামী এরশাদের বিরুদ্ধে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে ওই দুই আসামিকে হাজির করে ১০দিনের রিমান্ডে আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম।

বাদীপক্ষে অ্যাডভোকেট সামছুন নাহার খানমসহ কয়েকজন আইনজীবী আসামিদের ১০ দিনেরই রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন।
রাষ্ট্রপক্ষে শাহজাহানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আব্দুল মোতালেক আসামিদের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন।

পরে ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমানের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গৃহকর্মী রেখা আক্তার ও তার স্বামী এরশাদকে জিজ্ঞাসাবাদের জন্য ৮দিনের রিমান্ড মঞ্জুর করেন।


ফাইল ছবি সংগৃহিত

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গৃহকর্মী রেখা দীর্ঘদিন ধরে ওই গৃহকর্মী হিসেবে কাজ করে।

তার স্বামীসহ পরিকল্পনাপূর্বক ভিকটিমের বাসা ফাঁকা পেয়ে গত ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৫৭ মিনিট পর্যন্ত রেখা ভিকটিম বিলকিস বেগমকে হত্যার উদ্দেশ্যে মারধর করে জখম করে।

পরে ওই বাসা থেকে ২৪ ভরি স্বর্ণ, নগদ দুই লাখ টাকা এবং একটি টেলিভিশনসহ প্রায় ২১ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যান।

এই ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক এবং চাঞ্চল্যকর। এরপর বাসা থেকে যাওয়ার সময় ওই বৃদ্ধাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রেখে যান তিনি।

এই ঘটনায় ভিকটিমের মেয়ে মেহবুবা জাহান ডিএমপির শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন।
ইতোমধ্যে আসামিদের কাছ থেকে আংশিক মালামাল উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট চোরাই মালামাল উদ্ধার এবং মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে আসামিদের ৮দিনে দিনের রিমান্ডে আনা হয়েছে।

শুনানি তারা বলেন, ‘ভিকটিম বৃদ্ধ মানুষ। তাকে অমানবিকভাবে মারধর করা হয়েছে। এখন তিনি মূমূর্ষ অবস্থায় আছেন। ভিকটিম আইনজীবীর মা। তিনি আমাদেরও মা। আসামিরা এর আগে বিভিন্ন জায়গায় এ ধরনের ঘৃণিত অপরাধ করেছে। তারা প্ল্যান করে এসব করে। বাসায় কেউ না থাকলে সেই সময়টা কাজে লাগায়।

আরো জানা যায়,গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে রেখাকে স্বামীসহ গ্রেপ্তার করে শাহজাহানপুর থানা পুলিশ। তাকে ঢাকায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ওই বাসা থেকে লুট করা টাকা ও স্বর্ণালংকার জব্দ করে পুলিশ।

উল্লেখ‌্য, ওই বাসায় বৃদ্ধাকে দেখাশোনার দায়িত্বে ছিল রেখা। বৃদ্ধাকে একা পেয়ে সে তার সেবা-যত্ন করার বদলে শরীরের উপর বসে, বাথরুমে নিয়ে শীতের দিনে ঠান্ডা পানি ঢেলে নির্যাতন করে। একপর্যায়ে বৃদ্ধা বাথরুম থেকে বের হয়ে আসেন। সেসময় ওই বৃদ্ধার ব্যবহৃত হাতের ছড়ি (লাঠি) দিয়ে রেখা তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:৩৪ অপরাহ্ণ
  • ৬:৪২ অপরাহ্ণ
  • ৮:০৬ অপরাহ্ণ
  • ৫:১২ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    33% 3 / 9
  • না
    66% 6 / 9